দেশজুড়ে

মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত জেলার তিনটি থানাধীন এলাকায় অভিযান চালানো হয়।গ্রেফতারদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামিও রয়েছেন। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্য্যমে কারাগারে পাঠানো হয়েছে।আসিফ ইকবাল/এএম