গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. লিমন মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পলাশবাড়ী উপজেলা শহরের নুনিয়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লিমন মন্ডল পলাশবাড়ী উপজেলার মহোদিপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে। সে পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয়রা জানান, শনিবার সকালে নুনিয়াগাড়ী এলাকায় পল্লিবিদ্যুতের তার ঘেষে থাকা একটি সুপারির গাছ কাটছিলেন এক ব্যক্তি। গাছ কাটার সময় লিমনকে গাছটিকে ধরে ধাক্কা দিতে বলে ওই ব্যক্তি। এসময় লিমন গাছটি ধাক্কা দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।জিল্লুর রহমান পলাশ/এফএ/এমএস