দেশজুড়ে

গাইবান্ধায় দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারর সাধারণ সদস্য পদের দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শেষ দিন রোববার বিকেলে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।তারা হলেন, ২নং ওয়ার্ডের (সুন্দরগঞ্জ) মো. আবুল হাসেন এবং ১৪নং ওয়ার্ডে (ফুলছড়ি) মো. নুরুনবী সরকার।ফলে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ ৫, সংরক্ষিত মহিলা আসনে ১৯ এবং সাধারণ সদস্য পদে ৬৮ জনের প্রার্থিতা বহাল থাকলো। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত সৈয়দ শামস-উল আলম হিরু, আওয়ামী লীগের বিদ্রােহী প্রার্থী মোজাম্মল হক মন্ডল, অপর বিদ্রাহী প্রার্থী মো. আমিনুল ইসলাম, জাসদের এসএম খাদমুল ইসলাম খুদি এবং স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান। সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। জিল্লুর রহমান/এআরএ/পিআর