গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শপথবাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা করা হয়।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত, ইউএনও) মো. হাবিবুল আলম এ শপথবাক্য পাঠ করান। এ উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত, ইউএনও) মো. হাবিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ, আমিনুল ইসলাম লেবু, নজমুল হুদা, গোলাম কবির মুকুল প্রমুখ।শপথগ্রহণ অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, আনছার ভিডিপি সদস্য, নিকাহ্ রেজিস্ট্রার, ইমাম, সরকারি কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাল্যবিয়ে বিষয়ক সংগীত পরিবেশন করেন নবীন-প্রবীণ লোকজ সংঘের শিল্পী গোষ্ঠী।জিল্লুর রহমান পলাশ/এএম/পিআর