দেশজুড়ে

মাদারীপুর তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

লাখো মুসল্লির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্য দিয়ে মাদারীপুরে প্রথম বারের মত তিন দিনব্যাপী জেলা ইজতেমার মূল অনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ১৭ই ডিসেম্বর শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশে এ আর হাওলাদার জুট মিলের মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সঙ্গে ৬৪ জেলার মুসল্লিদের স্থান পর্যাপ্ত না হওয়ার কারণে ইজতেমাকে দু-ভাগে ভাগ করা হয়েছে। গত বছরে যে ৩২ জেলা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিল সেই জেলাগুলো এবার বিশ্ব ইজতেমার মাঠে না যেয়ে নিজ নিজ জেলায় ইজতেমা করবে। আর সেই উদ্যেগে মাদারীপুর জেলায় ৮টি উপজেলার মুসল্লিদের নিয়ে শুরু হয়েছে জেলা ইজতেমা।জেলা ইজতেমাকে সফল করতে পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও ইজতেমা কমিটির পক্ষ থেকে ইজতেমা মাঠে বিভিন্নভাবে নিরাপত্তার জন্য মাঠের দুই গেটে, মাঠের মাঝে এবং বিভিন্ন স্থানে নিরপত্তার জন্য নিজস্ব ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ইজতেমাকে ঘিরে মেডিকেল টিম ও সর্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনেরর ব্যবস্থা নেয়া হয়েছে।এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর