আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক মেলা হারিয়ে যাচ্ছে। যে কয়টি চলছে সেগুলোও বন্ধু হওয়ার উপক্রম। এরকমই একটি ব্যতিক্রম মেলা এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। মেলাটির নাম বউ-শাশুড়ি’র মেলা। আদর্শ শাশুড়ি হিসেবে এবার সিংগীমারী গ্রামের আবু বরকতের স্ত্রী আন্জুমান আরা এবং আদর্শ বউ হিসেবে একই গ্রামের আমির হোসেনের স্ত্রী বিউটি বেগমের নাম ঘোষণা করা হয়।রোববার দিনব্যাপি উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র, ইউনিয়ন সাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এর স্টল বসানো হয়। মেলায় নারী ও শিশু’র সাস্থ্য সচেতনমূলক নাটক প্রদর্শন করা হয়।সিংগীমারী ইউপি চেয়ারম্যান এমজি মোস্তফা’র সভপতিত্বে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ড. রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন, শরীফ মাহবুবুল কুদ্দুস প্রজেক্ট ম্যানেজার হিউম্যান রিরোর্স ফর হেলথ প্রজেক্ট ইন বাংলাদেশ।এমএএস/আরআই