সর্বশেষ আপডেট কি? এখন কোথায়, কি কাজ হচ্ছে সব জানাতে তথ্য প্রযুক্তির যুগে সবাই যাগোযোগের মাধ্যমগুলোতে ছবি আর স্ট্যাটাস দিয়ে তর সর্বশেষ তথ্য জানিয়ে দেন। তারকা হলেতো কথাই নেই। সেখান থেকেই গণমাধ্যমকর্মীরা ছবি আর সংবাদ পরিবেশনের নানান দিক খুঁজে পান। এবার আধুনিক যুগে একটি অনাধুনিক সিদ্ধান্ত নিয়েছেন ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। তিনি ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যে বলা সেই কাজ। ইতোমধ্যে নিজের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ না করলেও এখন থেকে কেবল ব্যক্তিগত কাজেই সেটি ব্যবহার করবেন বলে ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইট আর ব্যবহার করবেন না জানিয়ে সম্প্রতি এক টুইটার বার্তায় মার্কিন এই জনপ্রিয় গায়িকা, মডেল ও অভিনেত্রী পামেলা লেখেন, ‘গুড বাই টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম।তবে কি কারণে এই সিদ্ধান্ত নিলেন? এই বিষয়টিও পরিস্কার করে বলেছেন আমার এই সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো কারণ নেই।’ এমজেড/এআরএস/এমএস