মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।শুক্রবার দুপুরে মাদারীপুরে শিবচরে একটি সামাজিক অনুষ্ঠানে স্বেচ্ছায় এ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরীর অনুরোধে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য লিটন চৌধুরীর প্রতি সম্মান রেখে জেলা পষিদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী মিয়াজদ্দিন খানের পক্ষে জেলা পরিষদ নির্বাচনে প্রচারণা চালাবেন বলেও জানান তিনি। মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুজিত চ্যাটার্জি বাপ্পীর জেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ায় মাদারীপুর-১ (শিবচর) আসনে জাতীয় সংদস সদস্য নূর-ই-আলম চেীধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি