দেশজুড়ে

মাদারীপুরে একই রাতে ৪ বাড়িতে চুরি

মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুর গ্রামে একই রাতে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রমজানপুর এলাকার চড়পালদি গ্রামের ইউসুফ আলী হাওলাদার, মোকলেস ঘড়ামী, চড়াইকান্দি গ্রামের আলমগীর নলী ও সফি হাওলাদারের বসতঘরের সিঁদ কেটে একই সময় চুরি সংঘটিত হয়েছে। সোমবার খবর পেয়ে রমজানপুর ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, এখন পর্যন্ত কোনও অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম