গণমাধ্যম

মাদারীপুরে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদ

মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে পেশাগত কাজে বাধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে পেশাগত কাজে বাধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানান সাংবাদিকরা। পাশাপাশি এসব দুষ্কৃতকারীদের আগামী তিন দিনের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহ্বান জানানো হয়। তা না হলে আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিকরা।মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন, সিনিয়র সাংবাদিক ড. বশির আহমদ, এটিএন নিউজের জহিরুল ইসলাম খান, ইন্ডিপেনডেন্ট পত্রিকার এমএ আকবর খোকা, ইন্ডিপেনডেন্ট টিভির রিপন চন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের বেলাল রিজভী, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিম প্রমুখ।বুধবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ফারুক খানের সর্মথকরা সদর উপজেলার ৯নং কেন্দ্র দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাধায় ব্যর্থ হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ ও চিত্র সাংবাদিক শাহাদাৎ আকনসহ ৪ সাংবাদিককে লাঞ্ছিত করে তারা। পরে বিজিবি, র্যা ব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম