পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের হেলিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শহরের কায়েতপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে আব্দুল মজিদ (৩৫) এবং দিনাজপুরের বীরগঞ্জ এলাকার ইরফান আলী (৪০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতরা পঞ্চগড় শহর থেকে মোটর সাইকেলে জগদল এলাকায় যাচ্ছিলেন। এসময় তেঁতুলিয়া থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাদের পাশ থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইরফান আলী এবং হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মজিদ মারা যান। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে।সদর থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম মমিন সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহতের খবর নিশ্চিত করে বলেন, ট্রাকটি পুলিশি হেফাজতে আছে।সফিকুল আলম/এমএএস/এমএস