গণমাধ্যম

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক সম্পাদক মুকুল

জামালপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে শফিক জামান (এনটিভি) সভাপতি ও মুকুল রানা (দৈনিক দিনকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচন শেষে নির্বাচন কমিশনার উৎপল কান্তি ধর  নির্বাচিতদের নাম ঘোষণা করেন।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে কামাল হোসেন (নিউ এজ), শোয়েব হোসেন (যমুনা টিভি), এবিএম আমিনুল ইসলাম লিটন (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী (জাগোনিউজ ২৪ ডটকম/ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ জুয়েল রানা (বিজয় টিভি), দফতর সম্পাদক বিশ্বজিৎ দেব (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন), ক্রীড়া সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন (মানবজমিন/নিউজ টুডে), সাহিত্য সম্পাদক তানভীর আহমেদ হীরা (দীপ্ত টিভি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ এ কে মাহমুদুল হাসান দারা (প্রবীন সাংবাদিক), সুশান্ত কানু (সংবাদ), এম.এ জলিল (দৈনিক আজকের জামালপুর), অ্যাডভোকেট ইউসুফ আলী (আমার দেশ), এম, সুলতান আলম (বাংলাদেশ টুডে) ফজলে এলাহী মাকাম (এসএ টিভি) ও শামীম আলম (মাই টিভি)।এছাড়াও নির্বাচনে ২০১৮ সালের জন্য দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল আগাম সভাপতি ও অ্যাডভোকেট ইউসুফ আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুভ্র মেহেদী/আরএআর/জেআইএম