যশোরের শার্শা উপজেলার যদুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ জন শিক্ষার্থীর মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। টিফিনে শিক্ষার্থীদের আর বাড়ি যেতে হবে না। জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ও স্থানীয়দের ব্যবস্থাপনায় স্কুলেই দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে।রোববার দুপুরে স্কুল মাঠে মিড ডে মিল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক ড.হুমায়ুন কবির, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী। ইউপি সদস্য সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, জেবিসিইএ জাপানের প্রতিনিধি মিসেস তোমোকো মাসমোতো, কান্ট্রি ডিরেক্টর আনিসুর রহমান, প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।আয়োজকরা জানান, শার্শা উপজেলার ৪টি স্কুলের ১ হাজার ১২০ জন শিক্ষার্থী মিড ডে মিল কার্যক্রমের আওতায় এসেছে। এতে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ছে। ঝরে পড়ার হারও কমেছে। আরও ৩০টি স্কুলে এ কার্যক্রম চালুর পরিকল্পনায় রয়েছে বলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ জাপানের প্রতিনিধিরা জানিয়েছেন।এমএএস/আরআই