প্রাচ্যধারার কাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আজ ১৭ মার্চ, মঙ্গলবার বিকাল ৪টায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে।‘৫ম ওরিয়েন্টাল চিত্র প্রদশর্নী’ শিরোনামের এই আয়োজনে অংশ নিবেন ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ আয়োজিত ৪৭জন সমকালীন শিল্পী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস এনডিসি এবং মাহিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মাহমুদ।প্রদর্শনীতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী।ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ ২০০৯ সালে ২১ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীর মাধ্যমে তার যাত্রা শুরু করে। এ যাত্রার লক্ষ্য ছিল প্রাচ্যধারার চিত্রকে নতুনভাবে সমসাময়িক চিন্তাভাবনায় উপস্থাপিত করা। তারই ধারাবাহিকতায় ২০১০ সালে ১০জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রথম ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালে স্বতন্ত্রভাবে ক্যালিগ্রাফি বিষয় নিয়ে তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে বাংলাদেশের সমকালীন ২২জন শিল্পীর কাজ নিয়ে ৪র্থ প্রাচ্যচিত্রকলা প্রদর্শনী করেন- যা শিল্পী, শিল্পানুরাগী ও শিল্পসমালোচকদের মনে ব্যাপক সাড়া জাগায়। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রদর্শনীটি ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপের ৫ম প্রদর্শনী।এই প্রদর্শনীতে স্পন্সর করেছে সিএসডিসি, সিটিজেন গ্রুপ এন্ড মেট্রোলাইন।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাচ্যকলা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত প্রবীন ও নবীন শিল্পীবৃন্দ এবং প্রাচ্যধারার চিত্র নিয়ে যুক্ত হয়েছেন বাংলাদেশের সমকালীন কয়েকজন শিল্পী ও দুইজন অপ্রাতিষ্ঠানিক প্রাচ্যচিত্র চর্চাকারী শিল্পী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৪৭ জন শিল্পীর চিত্রকর্মে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত ওয়াশ পদ্ধতির চিত্রকর্মই বেশি স্থান পাবে।পাশাপাশি ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ ১৯১৪ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রাচ্যকলা বিভাগের মোট ৪১জন শিক্ষার্থীদের নিয়ে ‘ওয়াশ পেইন্টিং ওয়ার্কশপ’ করিয়েছিল। এই ওয়ার্কশপের প্রশিক্ষক ছিলেন খ্যাতিমান শিল্পীবৃন্দ। আজ অতিথিদের কাছ থেকে এই সার্টিফিকেট গ্রহণ করবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত। রোজ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খোলা থাকবে।এলএ/পিআর