দেশজুড়ে

মাদারীপুরে ৮ ঘর পুড়ে ছাই

মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় ভয়াবহ আগুনে বসতঘরসহ ৮ ঘর পুড়ে ছাই হয়েছে। পরিবারগুলোর দাবি, আগুনে ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাদীপুর গ্রামের ত্বকী মোল্লার বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে  ত্বকী মোল্লার ৩টি, হাফিজুল মোল্লার ২টি, সেলিম লপ্তির ২টি  ও আক্কাস মোল্লার ১টি কাচারী ঘরসহ ৮টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসী এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সবঘর পুড়ে গেছে। এতে নগদ ১ লাখ টাকা, রবিশষ্য ও স্বর্নালংকারসহ ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।শিবচরের সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসএইচএ/পিআর