পরিচ্ছন্ন শিবচর পৌরসভা গড়তে অনন্য উদ্যোগ নিলেন মেয়র আওলাদ হোসেন খান। জনগণের মাঝে এ সংক্রান্ত সচেতনতা বাড়াতে রোববার রাতে নিজেই ঝাড়ু হাতে পৌরসভার রাস্তায় নেমে পড়েন।এ সময় তার সঙ্গে কয়েকজন কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেয়। এ ধরনের উদ্যোগে মেয়রকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।অনেকেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। মেয়রের এ ধরনের উদ্যোগের ফলে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে পরিচ্ছন্নকর্মীরা দাবি করেছেন। জানতে চাইলে পৌর মেয়র আওলাদ হোসেন খান বলেন, শিবচর পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নানামুখি পদক্ষেপ নেয়া হয়েছে। শহরটাকে পরিষ্কার রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য জনগণকে আগে সচেতন হতে হবে। তারপর এমনিতেই শহর পরিষ্কার হবে যাবে। এএম/পিআর