জাতীয়

কেরানিগঞ্জে ভূয়া র‌্যাব আটক

রাজধানীর কেরানিগঞ্জের চুনকুটিয়া এলাকায় থেকে ব্যাব পরিচয় দানকারি এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। র‌্যাব-১০ এর সদস্যরা বুধবার সকালে তাকে আটক করে। আটকৃতের নাম সাখাওয়াত হোসেন (৪৭)।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম জানান, র‌্যাব পরিচয়ে সাখাওয়াত বিভিন্ন দোকান থেকে টোল তুলতো বলে অভিযোগ আসে। পরে খোঁজ  নিয়ে র‌্যাব-১০ এর একটি দল তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুইটি ব্ল্যাক টি শার্ট, একটি ইউনিফর্ম ও  র‌্যাবের ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।এএইচ/আরআই