দেশজুড়ে

শিগগিরই বিদ্যুৎ সংযোগ পাবে থানচির বাসিন্দারা

দুর্গম এলাকার বাসিন্দারা বিদ্যুৎ পাবে এটা সবার কাছে কল্পনার বাইরে ছিল। কিন্তু বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের ফলে জেলার দুর্গম এলাকার বাসিন্দারাও বিদ্যুৎ পাবে। এরই মধ্যে দুর্গম থানচির বাসিন্দারা শিগগিরই বিদ্যুৎ সংযোগ পাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।বৃহস্পতিবার বিকেলে বান্দরবান ক্লাব মাঠে এক সভায় প্রধান অতিথির ব্যক্তব্য তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গম থানচি উপজেলার বিদ্যুৎ সংযোগ সঞ্চালন লাইনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। থানচির বাসিন্দাদের দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাবে শিগগিরই। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার অনির্বাণ চাকমা, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য ক্যসাপ্রু, সদস্য ফিলিপ ত্রিপুরা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, রাজপুত্র চ হ্লা প্রু জিমি, বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী প্রমুখ।প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ৫৬৫ কোটি ৬৮ লাখ টাকা প্রকল্প ব্যয় অনুমোদন দিয়েছে।সৈকত দাশ/এআরএ/এমএস