পিরোজপুরের কাউখালী উপজেলায় অবস্থানরত তাবলিগ জামাতে আসা বগুড়া শহরের মো. রফিকুল আলম তালুকদার নামে (অব.) এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। শুক্রবার দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে তার মৃত্যু হয়। কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গত ৭ জানুয়ারি তাবলীগ জামায়াতের একটি দল কাউখালীতে আসে। তারা উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর জামে মসজিদে অবস্থান করেন।শুক্রবার দুপুরে মুসল্লি রফিকুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অপর সাথীরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাবলীগ জামায়াতের সাথীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় করেণ। তাবলীগের অপর সাথী ও পরিবারের আবেদনের কারণে তার মরদেহ বগুড়ার বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেয় হয়েছে।মৃত মো. রফিকুল আলম তালুকদার বগুড়া উপ-শহরের মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।হাসান মামুন/এআরএ/আরআইপি