যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। অ্যামোনিয়া প্লান্টে লিকেজ দেখা দেয়ায় শনিবার গভীর রাত থেকে সার উৎপান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যমুনা সারকারখানার জিএম (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, শনিবার বিকেলে সার কারখানার ইউটিলিটি বয়লার এবং অ্যামোনিয়া প্লান্টে লিকেজ দেখা দেয়ায় গ্যাসের চাপ কমে যায়। এতে সার উৎপাদন ব্যহত হওয়ায় রাত ১টা থেকে যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যেতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে বলে তিনি জানান। শুভ্র মেহেদী/আরএআর/আরআইপি