ঝালকাঠিতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার বেলা ২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে উন্নয়ন সমন্বয় সভা শেষে এ কম্বল বিতরণ করা হয়। এ বছর সরকারিভাবে সদর উপজেলা এক হাজার ৭২ জন দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হবে। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সদর উপজেলার শ্রেষ্ঠ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ, গবাদিপশুর পাঁচ খামারির হাতে বিনামূল্যে ওষুধ, প্রান্তিক পর্যায়ের পাঁচজন কৃষককে পাওয়ারটিলার ও পাঁচজনকে পাওয়ার থ্রেসার (ধান মাড়াই যন্ত্র) দেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, ইসরাত জাহান সোনালী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বরিশালের স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০২ ডিগ্রি সেলসিয়াস।মো. আতিকুর রহমান/আরএআর/জেআইএম