আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলে যুদ্ধক্ষেত্রের হাসপাতালে জরুরি সেবা দিতে ডাক্তারি অধ্যয়নরত নয় ব্রিটিশ শিক্ষার্থী সিরিয়া গেছেন। শনিবার ব্রিটেনের জাতীয় দৈনিক অবজারভার এ খবর দিয়েছে।অবজারভার এসব শিক্ষার্থীর নাম পরিচয়ও প্রকাশ করেছে। তারা হচ্ছেন মামুন আব্দুল কাদির, নাদা সামি কাদের, রওয়ান কামাল জয়নুল আবেদিন, তাসনিম সুলায়মান হোসেইন, ইসমাইল হামাদুন, তামের আহমেদ আবু সেবাহ, মোহাম্মাদ উসামা বাদরি মোহাম্মাদ, হিশাম মোহাম্মাদ ফাদাল্লাহ এবং সামি আহমেদ কাদির। তাদের সবার বয়স ২০ বছর অথবা তার চেয়ে কম।পত্রিকাটি জানিয়েছে, গত ১২ মার্চ এসব ছাত্রছাত্রী সুদানের রাজধানী খার্তুম থেকে বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছায়। সেখান থেকে একদিন পর সিরিয়ায় পৌঁছায়।তুরস্কের বিরোধী রাজনীতিক মেহমেত আলী এদিবওগ্লুর বরাত দিয়ে অবজারভার বলেছে, তারা সবাই এখন সিরিয়ার তেল আবিয়াদ এলাকায় অবস্থান করছে। ওই এলাকাটি আইএসআইএল’র নিয়ন্ত্রণে রয়েছে।এসব ছাত্র-ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাতের পর তুর্কি বিরোধী রাজনীতিক অবজারভারকে এসব কথা জানান। ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন তাদেরকে বাড়ি ফিরিয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।এদিবওগ্লু আরও জানান, এসব ছাত্র-ছাত্রী সবাই ব্রিটেনে জন্মগ্রহণ করেছে এবং সেখানেই বড় হয়েছে। পরে লেখাপড়ার জন্য সুদানে অবস্থান করছিল।বিএ/আরআইপি