জাতীয়

পেনশনের পুরো টাকাই চান চাকরিজীবীরা

চাকরি শেষে সরকারি কর্মচারীরা পেনশনের পুরো টাকা একবারে তুলতে পারবেন না। সরকারের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সরকারি চাকরিজীবীরা। পুরনো ব্যবস্থা বহাল রাখা অর্থাৎ পেনশনের পুরো টাকা একবারেই তোলার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্তকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।গত ৯ জানুয়ারি (সোমবার) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের পেনশনের পুরো টাকা তুলে নেয়ার সুবিধা প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে পেনশনের মোট অর্থের ৫০ শতাংশ এককালীন এবং বাকি ৫০ শতাংশ মাসে মাসে তুলে নেয়ার বিধান জারি করা হয়।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেসামরিক ও সামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন এ বিধান চালু করে। পেনশনধারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে বিধানটি চালু করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।প্রজ্ঞাপন জারির ছয়দিন পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে গত ১৫ জানুয়ারি এক প্রতিবাদ সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে স্মারকলিপি দেয়া হয়।স্মারকলিপিতে সংগঠনের সভাপতি মো. আলী উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বাংলাদেশ সচিবালয় হিসাব রক্ষণ সমিতির সভাপতি নিলুফার আক্তার, বাংলাদেশ সচিবালয় ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ স্বাক্ষর করেছেন।এছাড়া বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেতন কমিশন, ২০১৫ কর্তৃক ২০ শতাংশ হারে সচিবালয় ভাতা চালুর সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ ব্যাংকের মত ৫ শতাংশ সুদে সর্বনিম্ন ৪০ লাখ টাকা সহজ কিস্তিতে দেয়া, মটর সাইকেল ক্রয় ঋণ সর্বনিম্ন দুই লাখ টাকা করার দাবি জানানো হয়।এদিকে অর্থ বিভাগের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই নতুন বিধান কার্যকর হবে। অর্থাৎ এ বছরের ৩০ জুন বা তারপর যাদের অবসর-উত্তর ছুটি শেষ হবে তারাই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে পেনশনার বা পারিবারিক পেনশনাররা মাসিক পেনশনের উপর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এটাও কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।বর্তমানে কেউ চাইলে পুরো টাকা তুলে নিয়ে যেতে পারেন, আবার মাসে মাসেও নিতে পারেন। অর্থাৎ দুটি পথই খোলা আছে। তবে নতুন বিধানের মাধ্যমে পেনশনের ৫০ শতাংশ মাসিক ভিত্তিতে নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।এমইউএইচ/আরএস/আরআইপি