দেশজুড়ে

নলছিটিতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

ঝালকাঠির নলছিটি উপজেলায় অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা রুহুল আমিন তালুকদারকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮। শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আটক রুহুল আমিন নলছিটি থানার সূর্যপাশা বড় তালুকদার বাড়ির আমির হোসেন তালুকদারের ছেলে এবং সূর্যপাশা ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে বাকেরগঞ্জের বাখরকাঠি বাজারে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে রুহুল আমিন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এরপর রুহুলের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার, ওয়ান শুটার গান, রিভলবারের দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আমজাদ হোসেন বলেন, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

যুবলীগ নেতা রুহুল আমিন নলছিটিসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

মোঃ আতিকুর রহমান/আরএআর/জেআইএম