দেশজুড়ে

নওগাঁয় লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নওগাঁয় ভ্র্যাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেলে শহরের মিষ্টিপট্টি, পলিথিনের দোকান ও দুটি রাইচমিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ এবং র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর জহুরুল ইসলাম।শহরের বাইপাস সড়কের বিসিক শিল্পনগরীতে নাসিম রাইসমিল ও অপর একটি রাইসমিলে মোট ৫৫ হাজার টাকা ও শহরের মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে  ৫০ হাজার এবং পলিথিন বিক্রির অভিযোগে পাঁচ হাজার টাকাসহ মোট এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দ করা পলিথিনগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।আব্বাস আলী/আরএআর/জেআইএম