বাউফল উপজেলার প্রথম আলো’র সাংবাদিক মিজানুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ বাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেসক্লাবের সম্মুখে বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী,আইনজীবী,সুশিল সমাজের কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার কোন বিচার হয়নি। সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলছে। সরকারের কাছে সাংবাদিক নির্যাতনকারীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন ও বাউফলের সাংবাদিক মিজানুর রহমানের উপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, ভোলা জেলা কমিউনিস্ট পাটির সভাপতি মোবাশ্বির উল্লাহ, এ্যাডভোকেট শাহাদাত হোসেন, খবরের প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, জনকন্ঠের সাংবাদিক হাসিব রহমান প্রমুখ ।এসএইচএ/আরআই