দেশজুড়ে

কুমিল্লায় নূর হোসেনের সহযোগী আটক

নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের এক সহযোগীকে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দেবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহম আলীর (৪০) বাড়ি ঢাকার ডেমরা থানার সাড়–লিয়ায়। তার বাবার নাম বাহাদুর বিশ্বাস।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে বলেন, রহম আলী নূর হোসেনের অন্যতম সহযোগী বলে আমরা জানতে পেরেছি। গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। প্রসঙ্গত- গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে অপরজনের মৃতদেহ পাওয়া যায় নদীতে। ওই মামলার প্রধান আসামী নূর হোসেন বর্তমানে ভারতের কারাগারে বন্ধিঅবস্থায় রয়েছেন।এসএইচএ/পিআর