পানগুছি নদী পেরিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সঙ্গে সড়ক পথে যোগায়োগের একমাত্র মাধ্যম মোরেলগঞ্জ ফেরি। দীর্ঘদিন ধরে এই ফেরি পারাপারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে ।রোববার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন অভিযান চালিয়ে ফেরির টোল আদায়কারীকে জরিমানা করেছেন।মোরেলগঞ্জ ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা দূরপাল্লার পরিবহন ও বাস চালকদের অভিযোগ, ফেরি পারাপারে প্রতিটি যাত্রীবাহী বাসের কাছ থেকে ১০০-১৭০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়া হয়।বিআরটিসি বাসের চালক আবুল কাসেম বলেন, এক মাস হলো রায়েন্দা (শরণখোলা) থেকে ঢাকা পর্যন্ত আমাদের বাস সার্ভিস চালু হয়েছে। প্রতিদিনই এই রুটে চলতে হয়। এই মোরেলগঞ্জ ফেরিতে সব সময় নির্ধারিত টাকার চেয়ে আরও একশ থেকে একশ সত্তর টাকা দিতে হয়। এছাড়া বাস প্রতি আরও কুড়ি থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বকশিস না দিলে গাড়ি পার করে না তারা।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, অভিযানকালে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোরেলগঞ্জ ফেরির টোল (খাজনা) আদায়কারী মো. আবুল কালাম সিকদারকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীতে এমন অপরাধে না জড়ানোর জন্যও সতর্ক করা হয়।এদিকে ফেরি পারাপারে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এই প্রথে যাতায়াত করা গাড়ির মালিক ও চালকেরা। শওকত বাবু/আরএআর/জেআইএম