দেশজুড়ে

গাড়িচালক কামরুজ্জামানকে আরেকটি মামলায় দণ্ড

ঝালকাঠি জেলা তথ্য অফিসের গাড়িচালক মো. কামরুজ্জামানকে প্রতারণা করে অর্থ আত্মসাতের আরেকটি মামলায় ১ বছরের দণ্ড ও ৪ লাখ জরিমানার আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুর ১ টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ রমনী রঞ্জন চাকমা এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের গোবিন্দধ্বল গ্রামের রুস্তম আলীর ছেলে মো. রাকিবুল ইসলামকে সরকারি চাকরি দেয়ার কথা বলে ৪ লাখ টাকা নেন কামরুজ্জামান। চাকরি না দিয়ে দীর্ঘদিন টালবাহানা করে সময়ক্ষেপণ করলে বিষয়টি প্রতারণা বুঝতে পারেন রুস্তম আলী। পরে রুস্তম আলী বাদী হয়ে আদালতে মামলা করেন। এ মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রমনী রঞ্জন চাকমা এক বছরের বিনাশ্রম দণ্ড ও ৪ লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই ধরনের কাঠালিয়া উপজেলার আউরা গ্রামের মো. আব্দুস সালামের কাছ থেকে তার শ্যালককে চাকরি দেয়ার কথা বলে ২ লাখ টাকা নেন গাড়িচালক কামরুজ্জামান। এ ঘটনায় তিনিও বাদী হয়ে একই ধারায় আদালতে মামলা করেন। এর আগে ওই মামলায় তাকে দণ্ডায়িত করেন আদালত। মো. আতিকুর রহমান/এএম/পিআর