শেরপুর পৌরসভার আধুনিকায়নে ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় ২০ বছর মেয়াদী উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। সেই সঙ্গে শেরপুরকে পরিবেশবান্ধব সবুজ শহর হিসেবে গড়ে তোলাসহ মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে ৬ দফা দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’। বুধবার দুপুরে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পৌর মেয়রের বরাবরে উপস্থাপন করা হয়েছে। ৬ দফা দাবির মধ্যে রয়েছে, পরিবেশবান্ধব পরিকল্পিত নগরায়নে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা, বিল্ডিং কোড অনুসরণ করে ভবন ও অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক জলাশয় খাল-বিল নালা সংরক্ষণের পদক্ষেগ গ্রহণ ও শহরের শতকরা ২৫ ভাগ সবুজায়ন নিশ্চিত করা, যত্রতত্র কল-কারখান স্থাপন না করে পরিকল্পিত শিল্প এলাকা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ, পরিকল্পিত সুষ্ঠু ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং নির্ধারিত সময়ে শহরের ময়লা-আবর্জনা পরিস্কারের ব্যবস্থা করা, ময়লা-আবর্জনা রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা, সকলক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম দূর করে সুশাসন নিশ্চিত করতে প্রয়োজানীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ পৌর পরিষদ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন। মেয়রের অনুপস্থিতিতে পৌর কাউন্সিলর মো. আব্দুল মালেক, হাবীবুর রহমান রহমান ও রাশেদুল ইসলাম রানা স্মারকলিপি গ্রহণ করেন।এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. শামছুল হুদা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শামীম হোসেন উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক হাকিম বাবুল, সোহেল রানা, শরিফুর রহমান, শিক্ষিক শিরিন সুলতানা, সিরাজুম মুনীরা লাকী, সাবেক ছাত্রনেতা ইশরাম শেরনিয়াবত, মাহবুব হাসান প্রমুখ।হাকিম বাবুল/এএম/আরআইপি