আন্তজার্তিক বেসরকারি সংস্থা (এনজিও) প্ল্যান ইন্টারন্যাশনালের অফিসে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে লালমনিরহাট জেলা ইউনিট ম্যানেজার মাহফুজুর রহমানসহ (৪৫) অন্তত ছয়জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্ল্যান কর্মকর্তা রকিবুল বাহার জানান, দুপুর সাড়ে ১২ টায় বড়খাতা স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বাধীন মিয়ার নেতৃত্বে একদল লোক অফিসে হামলা চালায়। এ সময় ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান, হিসাব সমন্বয়কারী দীপংকর ও নিরাপত্তা কর্মী তরণী কান্ত বর্ম্মনসহ ছয়জন গুরুতর আহত হয়। তাদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।প্ল্যান ইন্টারন্যাশনালের অপর কর্মকর্তা সামেনা আক্তার জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নে প্ল্যানের আর্থিক সহযোগিতায় ওয়াশ রেজাল্ট প্রকল্পের আওতায় স্যানিটেশন তৈরির কাজ চলছে। ওই কাজের ঠিকাদার স্থানীয় নুরুজ্জামান নিম্নমানের কাজ করায় কয়েক দিন আগে কাজগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এ ঘটনার জের ধরেই এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিছ জানান, পুরো বিষয়টির তদন্ত চলছে। পাশাপাশি অপরাধীদের ধরতেও চেষ্টা চলছে।এএইচ/পিআর