দেশজুড়ে

প্ল্যানের অফিসে স্বেচ্ছাসেবক লীগের হামলা

আন্তজার্তিক বেসরকারি সংস্থা (এনজিও) প্ল্যান ইন্টারন্যাশনালের অফিসে হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে লালমনিরহাট জেলা ইউনিট ম্যানেজার মাহফুজুর রহমানসহ (৪৫) অন্তত ছয়জন আহত হয়েছে।  বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্ল্যান কর্মকর্তা রকিবুল বাহার জানান, দুপুর সাড়ে ১২ টায় বড়খাতা স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বাধীন মিয়ার নেতৃত্বে একদল লোক অফিসে হামলা চালায়। এ সময় ইউনিট ম্যানেজার মাহফুজার রহমান, হিসাব সমন্বয়কারী দীপংকর ও নিরাপত্তা কর্মী তরণী কান্ত বর্ম্মনসহ ছয়জন গুরুতর আহত হয়। তাদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।প্ল্যান ইন্টারন্যাশনালের অপর কর্মকর্তা সামেনা আক্তার জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নে প্ল্যানের আর্থিক সহযোগিতায় ওয়াশ রেজাল্ট প্রকল্পের আওতায় স্যানিটেশন তৈরির কাজ চলছে। ওই কাজের ঠিকাদার স্থানীয় নুরুজ্জামান নিম্নমানের কাজ করায় কয়েক দিন আগে কাজগুলো সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এ ঘটনার জের ধরেই এ হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান আনিছ জানান, পুরো বিষয়টির তদন্ত চলছে। পাশাপাশি অপরাধীদের ধরতেও চেষ্টা চলছে।এএইচ/পিআর