রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দু`জন হত্যার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ডিএমপি সূত্র থেকে জানায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশনা আরা (২৬) ও গৃহকর্মী কল্পনা আক্তারের (১১) মরদেহ উদ্ধার করে পুলিশ।জেইউ/বিএ/পিআর