শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।হুইপ আতিউর রহমান আতিকের সঙ্গে শহরের চকবাজার জেলা আওয়ামী লীগ অফিসে সভা করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় দ্রুত শেরপুর জেলা হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।ঘটনার পর পরই শহরে পুলিশ টহল জোরদার করা হয়েছে। কসবা, নতুন বাসটারমিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন বাস টারমিনাল পার হয়ে কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছেই আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজনের বাড়ি। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর আক্রমণ করে। দুর্বৃত্তরা লোহার রড, কাঠের চালা দিয়ে পিটিয়ে তাকে আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে এলেও কেউ কাছে ঘেষতে সাহস করেননি। পরে হামলাকারীরা তাকে একটি ইজিবাইক ডেকে হাসপাতালের দিকে পাঠিয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার এবং সদর থানার ওসি মো. নজরুল ইসলামও জেলা হাসপাতালে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের জেরে তার ওপর এ হামলা হয়েছে। এর আগে নির্বাচনের পর পরই তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হলে সদর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছিল। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।এর আগে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজন তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সঞ্চারের অভিযোগে সদর থানায় একটি জিডি করেছিলেন বলেও জানান ওসি।হাকিম বাবুল/এফএ/পিআর