যশোরের বেনাপোল সীমান্তে বিরল প্রজাতির ৫৩টি ভারতীয় কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।রোববার সকালে এগুলো উদ্ধার করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে বেলা ১১টার দিকে দূর্গাপুরে অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ৫৩টি জীবিত কচ্ছপ পাওয়া যায়। কচ্ছপগুলো বণ্যপ্রাণী সম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।এমএএস/পিআর