আবহাওয়া পরিবর্তন ও বনে মিঠা পানির সংকটে বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে হরিণ। এদিকে রোববার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচরের নার্সারী এলাকা থেকে খাদ্য ও পানির সন্ধানে লোকালয়ে আসা দুটি চিত্রা প্রজাতির হরিণ উদ্ধার করা হয়েছে। পরে দুপুরে বন বিভাগের কর্মকর্তারা হরিণ দুটিকে কুকুরী-মুকরী সংরক্ষিত বনে অবমুক্ত করেছে। স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তন ও চৈত্র মাসের মাঝামাঝি সময় এলেই প্রচণ্ড রোদে বনে হরিণের খাদ্য শুকিয়ে যায়। এসময় খাদ্য সংকট দেখা দেয়। এছাড়াও হরিনের খাদ্য মিঠা পানির সংকটও দেখা দেয়। এ সময় সংরক্ষিত বনের হরিণগুলো খাদ্য ও মিঠার পানির সন্ধানে লোকালয়ে চলে আসে।ঢালচর বন বিভাগের রেঞ্জ অফিসার সৈয়দ নুরুজ্জামান সাংবাদিকদের জানান, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে খাদ্য ও মিঠা পানির সংকটে খাবার সন্ধানে এসে হরিণ দুটি নদীতে পড়ে যায়। পানিতে ভাসতে ভাসতে ওই হরিণ দুটি ঢালচর এলাকার নদীর তীর সংলগ্ন নার্সারী এলাকায় চলে আসে। স্থানীয়রা হরিণ ২টি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা হরিণ দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। উদ্ধারকৃত চিত্রা প্রজাতির হরিণ দুটি গর্ভবর্তী। হরিন দুটিকে সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়। এমএএস/পিআর