আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা আগামী ৭ এপ্রিলের আগে চালানো যাবে না। রোবাবর নির্বচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রচারণা বিধি অনুযায়ী ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের পূর্ববর্তী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের পূর্বে কোন ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কেউ নির্বাচনী আচরণ বিধি অনুসরণ না করে প্রচার কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।আরএস/আরআই