চলচ্চিত্রেই নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মীম। এ জন্য তিনি ঘোষণাও দিয়েছিলে ছোট পর্দায় বিশেষ করে নাটকে কাজ করবেন না। তবে খুব শীঘ্রই ছোট পর্দায় দেখা যাবে তাকে। দীর্ঘদিন পর টিভি বিজ্ঞাপনে কাজ করলেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী মীম। দিদার মাহমুদের পরিচালনায় সম্প্রতি ‘যমুনা ফ্রিজ’র নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটিতে তার সাথে কাজ করেছেন ছোট পর্দার প্রিয় মুখ নাঈম। এ প্রসঙ্গে মীম বললেন, ‘বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু পছন্দ না হওয়ায় কাজ করি না। তাছাড়া চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় ছোট পর্দায় মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না। এবারের বিজ্ঞাপনটির থিম আমার কাছে ভালো লেগেছে বলেই সময় বের করেছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’প্রসঙ্গত, ব্যাংককে ‘সুইট হার্ট’ ছবির শুটিং শেষ করে ২৩ মার্চ দেশে ফিরেছেন মীম। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই ছবিটিতে মীমের নায়ক বাপ্পী।এলএ/পিআর