বান্দরবানের রোয়াংছড়ির বেতছড়া থেকে আওয়ামী লীগের অপহৃত নেতা মংশৈথুই মারমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।রোববার সকাল ৬টার দিকে গহীন অরণ্য থেকে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে বেতছড়া সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল জানান, বেশ কয়েকটি উদ্ধারকারী দলের টানা অভিযানের মুখে সন্ত্রাসীরা মংশৈকে ছেড়ে দেয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, শনিবার ভোর রাতে উপজেলার ভেতরপাড়ার মংশৈথুইকে নিজ বাসা থেকে অস্ত্রের মুখে পাঁচজন অস্ত্রধারী নিয়ে যায়। খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার অভিযানে নামে। এ ঘটনায় থোয়াই চিং উ এবং ক্য ন প্রু মারমা নামে দুইজনকে আটক করা হয়েছে।সৈকত দাশ/এফএ/এমএস