দেশজুড়ে

ছাত্রীর গালে থাপ্পড়ের ঘটনায় বখাটে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজে ঢুকে প্রকাশ্যে ছাত্রীর গালে থাপ্পড় মারা সেই বখাটে যুবক প্রিতম ঘোষকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রিতম উপজেলার রাধানগর গ্রামের ঘোষপাড়া মহল্লার রাসমোহন ঘোষের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার দুপুরে আখাউড়া উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ওই ছাত্রীর গালে থাপ্পড় মারে প্রিতম। বিষয়টি নিয়ে পুরো আখাউড়াজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ওইদিনই ছাত্রীর বাবা থানায় বখাটে প্রিতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।আজিজুল সঞ্চয়/এফএ/এমএস