বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৩ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৩ হাজার ৮১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ২য় বর্ষে মোট ৫৩ হাজার ৬০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৭ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৭০ দশমিক ০৪ ভাগ।কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ২ জন ‘এ’+, ৩৬৮ জন ‘এ,‘ ২ হাজার ৫৬২ জন ‘এ’ ৭ হাজার ৯০৭ জন ‘বি’, ২০ হাজার ৭৪৭ জন ‘সি’ এবং ৫ হাজার ৯৬০ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৫২ জন পুরুষ অর্থাৎ শতকরা ৬৭ দশমিক ২০ ভাগ এবং ১৮ হাজার ৪৯৪ জন মহিলা অর্থাৎ শতকরা ৭৩ দশমিক ২৩ ভাগ। একই সঙ্গে ৯০ হাজার ২১৩ জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ১৭ অক্টোবর পরীক্ষা শুরু হয়ে ৬ ডিসেম্বর শেষ হয়।ফলাফল বাউবি’র সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জিপিএ (GPA) bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 12011811001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।এমএএস/পিআর