দুই বাংলার জনগণের মধ্যে সেতুবন্ধন রচনার ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।তিনি বলেন, দুই বাংলার শিল্পী-কলাকুশলীরা সম্মিলিতভাবে চলচ্চিত্র নির্মাণ করলে আমাদের সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত হবে। তিনি নারী পরিচালক ও নারী শিল্পীদের আরও বেশি হারে চলচ্চিত্র শিল্পে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নারী হিসাবে তিনি নিজেও বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে ‘নির্মাতার চোখে অভিনয়’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে অভিনেতা ফেরদৌস আহমেদ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. গোলাম রহমান।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিভিন্ন দেশের ভৌগলিক সীমারেখা থাকলেও শিক্ষা-সাহিত্য ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে কোন সীমারেখা নেই। তাই মানব সভ্যতাকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের শিল্পী-সাহিত্যিকদের ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে।এএ