দেশে অটিজমে আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ১ শতাংশ। এ হিসাবে অটিজমে আক্রান্ত মানুষের সংখ্যা ১৪ লাখ ৭২৩ জন। সোমবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যা ও গৃহগণনা পরিসংখ্যান ২০১১ মোতাবেক দেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। বর্তমানে দেশব্যাপি প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কার্যক্রম চলমান রয়েছে। এ জরিপ কার্যক্রম সম্পন্ন হলে বাংলাদেশে অটিস্টিক আক্রান্ত মানুষের সংখ্যা জানা যাবে এবং তাদের জন্য যুগোপযোগী ও চাহিদা মোতাবেক কর্মপরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে।তিনি বলেন, সমাজসেবা অধিদফতর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় গাজীপুর জেলার কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল এন্ড নার্সিং কলেজ স্থাপন করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে দরিদ্র রোগীর পাশাপাশি কমপক্ষে ৩০ শতাংশ অটিস্টিক এবং প্রতিবন্ধী শিশু ও মহিলাদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।প্রমোদ মানকিন বলেন, এছাড়া এক্সপেশন এ্যান্ড ডেভেলপমেন্ট অব প্রয়াস এ্যাট ঢাকা ক্যান্টনমেন্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবন্ধী বিদ্যালয়ে সেনানিবাস এলাকা ও রাজধানীর ৪শ’ অটিস্টিক শিশুকে শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়া কুমিল্লা, সিলেট, রংপুর ও ঘাটাইল প্রয়াস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যৌথ উদ্যোগে প্রকল্প গ্রহণ সক্রিয় বিবেচনায় রয়েছে।এচাড়া ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠনসহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে অটিজম আক্রান্ত মানুষের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।আরএস/পিআর