নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম কাজল (৪৫) ও ছেলে আল-আমিন (৭) নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাপাহার-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের নকুচা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম কাজল পত্নীতলা উপজেলার কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে শহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে ছেলে আল-আমিনকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে সাপাহার-পত্নীতলা সড়কের নকুচা মোড়ে সাপাহার থেকে ছেড়ে আসা নওগাঁগামী বরেন্দ্র এক্সপ্রেস বাসের ধাক্কায় ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় ছেলে আল-আমিন গুরতর আহত হয়। পরে স্থানীয়রা ছেলেকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থা বিকেল ৩টার দিকে আল-আমিনের মৃত্যু হয়।পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ছেলে আল-আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।আব্বস আলী/এআরএ/আরআইপি