বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জহুরুল হক (৭৯) মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনি ও লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অবসরে যাওয়ার পর দুই বছর ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এটি এম জহুরুল হক। এরপর ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত বিশ্ববিদ্যাালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্টামফোর্ড ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন। অধ্যাপক জহুরুল হকের মৃত্যুতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক জহুরুল হকের মৃত্যুতে জাতি এক প্রথিতযশা শিক্ষাবিদকে হারালো। তিনি মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এমএইচএম/এএইচ/আরআইপি