দেশজুড়ে

কাঁঠালিয়ায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড গোলাম কিবরিয়া সিকদারকে কাঠালিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। এদিকে, বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা মো. সাব্বির আহম্মেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম নুপুর বিষয়টি নিশ্চিত করেন।আতিকুর রহমান/আরএআর/এমএস