দেশজুড়ে

বাঞ্ছারামপুরে ৩৬ ককটেল ও ৬ পেট্টলবোমা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিত্যক্ত অবস্থায় ৩৬টি ককটেল ও ৬টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে বাঞ্ছারামপুর উপজেলার চরমারিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল (এএসপি) ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬টি ককটেল ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো এখানে জড়ো করে রেখেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান জাহিদুল ইসলাম।এসএইচএ/আরআইপি