জামালপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয় ২ অপহৃতকে।শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল শরীফুল ইসলাম জানান, জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে একটি অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে নানা কৌশলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত যমুনার দুর্গম চরাঞ্চল গুলোতে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন, বাদল শেখ নামে ৩ অপহরণকারীকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৫টি মোবাইল ফোন ও মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করা হয়। এ সময় রনি মিয়া ও আব্দুল আল ফরহাদ নামে ২ অপহৃতকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে জামালপুর ও গাইবান্ধা জেলার বিভিন্ন থানায় হত্যা, অপহরণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে বলে জানায় র্যাব।শুভ্র মেহেদী/এফএ/এমএস