সিরাজগঞ্জের সলঙ্গায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নলকা ইউনিয়নের এরান্দহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ রানা সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চকদাদুরপাড়া গ্রামের আকসেদ আলীর ছেলে এবং সলঙ্গা থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নলকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। সলঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরান্দহ বাজার থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, বিস্ফোরক, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে সলঙ্গা ও রায়গঞ্জ থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি