দেশজুড়ে

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ প্যানেল জয়ী

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেল বিজয়ী হয়েছে।নির্বাচিতরা হলেন, সভাপতি পদে সাবেক সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, সহ-সভাপতি পদে মো. মনজুর হোসেন, সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক পদে আসম মোস্তাফিজুর রহমান মনু, মো. তরিকুল ইসলাম খোকন, সঞ্জয় কুমার মিত্র, সম্পাদক ভিজিল্যান্স পদে মুন্সি আবুল কালাম আজাদ, সম্পাদক (লাইব্রেরি) পদে এএইচএম খায়রুল আলম সরফরাজ, সম্পাদক (ভর্তি) বিভূতি ভূষণ রায়, নির্বাহী সদস্য পদে মো. আব্দুল জলিল ও মো. আব্দুল আলীম। বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা চলে। বিকেল ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এম আলম খান কামাল। জেলা আইনজীবী সমিতিতে মোট ভোটার রয়েছে ১৩৩ জন। এর মধ্যে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সভাপতি পদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থী আব্দুল মান্নান রসুল পেয়েছেন ৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সৈয়দ হোসেন পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান বাচ্চু পেয়েছেন ৮৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী নাসিমুল হাসান পেয়েছেন ১৩ ভোট।মোঃ আতিকুর রহমান/এএম/জেআইএম