সিলেটে ট্রাক শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ ও শ্রমিক আটকের প্রতিবাদে সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে সিলেট জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মাইক্রবাস শ্রমিকদের বৈঠক থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে দুপুর সোয়া ২টায় ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় শ্রমিক নেতারা।ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ রিপন আহমদ।তিনি জানান, সকাল থেকে তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাস পাওয়ায় তারা ধর্মঘট স্থগিত করেছেন।বৈঠকে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, তিন শ্রমিককে আটক ও পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। মাইক্রোবাস চালকরা এ ধর্মঘটের ডাক দিলে বন্ধ হয়ে যায় বাস-ট্রাক চলাচলও। পরিবহন ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।ছামির মাহমুদ/এআরএ/জেআইএম